প্রতিষ্ঠান পরিচিতি
বুরুমদী আব্দুল লতিফ ও মোজাফ্ফর হোসেন উচ্চ বিদ্যালয়

BALMHHS

*** “ যথদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে ততদিন মানুষ জ্ঞানী থাকে, আর যখনই তার ধারনা জন্মে যে সে জ্ঞানী হয়ে গেছে, তখনই মুর্খতা তাকে ঘিরে ধরে”। সক্রেটিস *** “ব্যাক্তির দেহ,মন ও আত্নার সুস্থ বিকাশের প্রয়াস হলো শিক্ষা” *** “ শিক্ষার জন্য এসো , সেবার জন্য বেরিয়ে যাও”

জনাব মোঃ আজহার হোসেন ভূঁইয়া
প্রধান শিক্ষক
প্রধান শিক্ষক

কোমলমতি শিক্ষার্থীদের আদর্শ ও সুশিক্ষিত নাগরিক তৈরির লক্ষ্যে বুরুমদী আব্দুল লতিফ ও মোজাফ্‌ফর হোসেন উচ্চ বিদ্যালয় এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ছাড়া আত্ননির্ভরশীল, দক্ষ ও মর্যাদা সম্পন্ন জাতি গঠন সম্ভব নয়। এই প্রত্যয় ও প্রনোদনা থেকেই পশ্চাৎপদ অত্র এলাকাকে আলোকিত এলাকা গড়ার মানসে ছায়া সুনিবিড়, শান্ত ও নিরিবিলি পরিবেশে ১৯৬৪ সনে প্রতিষ্ঠিত হয়েছে বুরুমদী আব্দুল লতিফ ও মোজাফ্‌ফর হোসেন উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জ্ঞানবিজ্ঞান , সাহিত্য চেতনায় অন্তরস্থ বিবেককে জাগিয়ে নির্ভীক তেজস্বী সর্বক্ষেত্রে ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকারবদ্ধ। আমার দৃঢ় বিশ্বাস শিক্ষার্থীদের মনের সংকীর্নতা দূর করে দেশপ্রেম, শৃঙ্খলাবোধ, উদারতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরো গতিশীল করবে। এই বিদ্যা নিকেতনে বিভিন্ন উন্নয়নে নিজেকে নিয়োজিত করতে পেরে ধন্য মনে করছি। নান্দনিক ও ব্যতিক্রমধর্মী চিন্তাচেতনা নিয়ে বিদ্যালয়ের ইতিহাস ও সূধীজনের অবদানকে তুলে ধরতে বিদ্যালয় কর্তৃপক্ষের নেতৃত্ব ও পরিচালনা, সুদৃষ্টি , শিক্ষক-শিক্ষার্থীদের যুগোপযোগী অভিনব পাঠদান, অভিভাবক মহলের সচেতনতা , জ্ঞান, প্রজ্ঞা , প্রতিভা ও মহিমা দিয়ে, এ বিশ্বকে জয় করো- শিক্ষার্থীদের নিকট আমার এটাই প্রত্যাশা। ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড’ এ ব্যাপারে কোন সন্দেহ নাই। কিন্তু সে শিক্ষা শুধু পাঠ্য পুস্তক নির্ভর হলেই হবে না। ধর্মীয় নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন , অসম্প্রদায়িক দৃষ্টি ভঙ্গি, সামাজিক, সাংস্কৃতিক, বিজ্ঞানমনস্ক এবং আধুনিক তথ্য প্রযুক্তি সমন্বিত শিক্ষাই হচ্ছে প্রকৃত পরিপূর্ণ ও ডিজিটালাইজড শিক্ষা। বর্তমান ডিজিটাল যুগে শিক্ষার্থীদের সেই পরিপূর্ণ শিক্ষাতে শিক্ষিত করাই বুরুমদী আব্দুল লতিফ ও মোজাফ্‌ফর হোসেন উচ্চ বিদ্যালয় এর প্রধান লক্ষ্য। তবে এতটুকু বলতে পারি আমাদের প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের বুদ্ধিদীপ্ত শিক্ষকতা, পরিশ্রমী মনোভাব, একাগ্রতা , আন্তরিকতা, নিষ্ঠা সর্বোপরি আধুনিক শিক্ষাক্রম আত্মস্থ করে শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক তৈরি করাই হচ্ছে মূল লক্ষ্য।

Students
Class wise Students

0
Class Six
M: 0 F: 0
0
Class Seven
M: 0 F: 0
0
Class Eight
M: 0 F: 0
0
Class Nine
M: 0 F: 0
0
Class Ten
M: 0 F: 0
Dynamic
Our Organization At a Glance

Our Teachers
Class wise Teachers

জনাব মোঃ আজহার হোসেন ভূঁইয়া
প্রধান শিক্ষক
Contact : 01919403423
নিলুফা বেগম
সহকারি প্রঃশিক্ষক
Contact : 01710929654
জনাব মোঃ হামিদ উল্লাহ্‌
সিনিয়র শিক্ষক
Contact : 01595028331
Events

Event Not Found
News & Achievements

Event Not Found
Our Gallery
School Gallery